রমজান মাসে ময়মনসিংহে প্রকাশ্যে ধুমপান করায় যুবককে জরিমানা


Sharif Khan প্রকাশের সময় : মে ২৯, ২০১৭, ৫:৫০ AM / ৫০
রমজান মাসে ময়মনসিংহে প্রকাশ্যে ধুমপান করায় যুবককে জরিমানা

রোজার দিনে প্রকাশ্যে ধুমপান করায় ময়মনসিংহে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে নগরীর পূরবী সিনেমা হলের সামনে তাকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।

তিনি জানান, রোজার দিনে প্রকাশ্যে ধুমপান করায় যুবককে ১’শ টাকা জরিমানা অনাদায়ে তিনদিনের জেল দেয়া হয়। পরে জরিমানা দিয়ে রেহায় পায় ওই ধুমপায়ী।

এছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে ইফতার তৈরির দায়ে হোটেল আল রিফাতকে ও ইফতারিতে রং ব্যবহারের অপরাধে এক দোকানকে ৫ হাজার করে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুরো মাসেই এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।