তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি বলেছেন পবিত্র রমজান সিয়াম সাধনার মাস, আত্ম সংযমের মাস। এ মাসে বাজার দর স্থিতিশীল রাখা পূণ্যের কাজ। কাজেই বাজার দর স্থিতিশীল রাখতে হবে।
শনিবার রাতে মুক্তাগাছা উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের আটানী বাজার প্রাঙ্গণে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই রাশেদ, জাতীয় পার্টির নেতা আতাউর রহমান লেলিন, সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান প্রমুখ। সভাপতিত্ব করেন নির্বাচন চলাকালীন সমিতির আহ্বায়ক আবুল হোসেন চেঙ্গু। অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি বাদশা মিয়া, সহ-সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তোতা, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, দপ্তর সম্পাদক শুকুর আলী শেকু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুব ও ক্রিড়া সম্পাদক মাসুদ রানা’কে সম্বর্ধনা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :