নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কারাবন্দি এক ব্যক্তিকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে তার স্ত্রীকে ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বন্ধুদের বিরুদ্ধে। ওই নারী (২৩) বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।
শনিবার (৬ মে) সকালে মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় ওই নারীর বাবা বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।ওই নারী ফতুল্লার মাসদাইর বেকারি মোড় এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি হোশিয়ারিতে চাকরি করেন। তার স্বামী একটি মামলায় জেলহাজতে রয়েছেন। একই এলাকার বাসিন্দা তার স্বামীর বন্ধু মোমেন আলীর ছেলে ইমরান গত বৃহস্পতিবার (৪ মে) রাতে ওই নারীকে ফোন করে তার স্বামীকে জেলহাজত থেকে ছাড়িয়ে আনার সহযোগিতা করার কথা বলে তার বাড়িতে আসতে বলেন। পরে ওই নারী হোশিয়ারির ডিউটি শেষে ইমরানের বাসায় যাওয়ার পর তাকে একটি কক্ষে নিয়ে ইমরানসহ অজ্ঞাত পরিচয়ের আরেকজন মিলে জোরপূর্বক গণধর্ষণ করে। এ সময় ওই নারী বাধা দিতে গেলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তিনি চিৎকার করলে ধর্ষকরা পালিয়ে যায়। ওই নারী তার বাবাকে ফোন করলে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনি আরো জানিয়েছেন, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং ধর্ষকদের দ্রুতগ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :