নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে বিপিএল, বাড়তে পারে দল সংখ্যা


Sharif Khan প্রকাশের সময় : মে ২, ২০১৭, ৯:০৮ PM / ৮৯
নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে বিপিএল, বাড়তে পারে দল সংখ্যা

চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে আবারো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পঞ্চম আসর।এবারের আসরে বাড়ছে দলের সংখ্যা বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

এই প্রসঙ্গে সিনহা বলেন, ‘দল বাড়ানোর ব্যাপারে কয়েকটা প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে আমাদের। তবে, এর কোনোটাই এখনও চূড়ান্ত নয়।’ তিনি আরো বলেন, আসন্ন বিপিএল সম্পর্কে এখনো পর্যন্ত কোন ধরণের চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও চলতি সপ্তাহের মধ্যেই সবকিছু চূড়ান্ত করা হবে বলেও এসময় জানান তিনি।

গত আসরের বিপিএলে ছিল না কোন উদ্বোধনী অনুষ্ঠান। এ নিয়ে হয়েছিল অনেক আলোচনা-সমালোচনা। তবে সবকিছুকে ছাপিয়ে এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবেও জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। তাছাড়া আসন্ন বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানায় পরিবর্তন আসতে পারে বলেও সাংবাদিকদের এ সময় ইঙ্গিত দেন আফজালুর রহমান সিনহা।