শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো পরিচালক সমিতি


Sharif Khan প্রকাশের সময় : মে ১, ২০১৭, ১০:৪২ PM / ৬৯
শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো পরিচালক সমিতি

শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক সমিতির সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শাকিব খান ও চলচ্চিত্র পরিচালকদের মধ্যে মনোমালিন্যের অবসান ঘটেছে। সোমবার (১ মে) বেলা তিনটায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর আগে গতকাল রোববার চলচ্চিত্র অভিনেতা আলমগীরের মধ্যস্ততায় এফডিসিতে আসেন শাকিব খান। এরপর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে গিয়ে ক্ষমা চান। এরই প্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালকরা শাকিব খানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল।