ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলা ডিবিতে


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০১৭, ৭:৫৯ PM / ৪৪
ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলা ডিবিতে

রাজধানীর আলোচিত ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলা থানা পুলিশ থেকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) মামলাটি নিউ মার্কেট থানা থেকে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হত্যা মামলার আসামি শাহাবুদ্দীন নাগরী ও নুরানী আক্তার সুমীর দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষ হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়ে আরো রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানা গেছে। গত ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ নম্বর ডম-ইনো ভবনের একটি ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু হয় নুরুল ইসলাম নামের একজনের।