রাজধানীর আলোচিত ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলা থানা পুলিশ থেকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) মামলাটি নিউ মার্কেট থানা থেকে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হত্যা মামলার আসামি শাহাবুদ্দীন নাগরী ও নুরানী আক্তার সুমীর দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষ হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়ে আরো রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানা গেছে। গত ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ নম্বর ডম-ইনো ভবনের একটি ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু হয় নুরুল ইসলাম নামের একজনের।
আপনার মতামত লিখুন :