পুরাতনকে পেছনে ফেলে সমৃদ্ধ আগামী আর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের মাধ্যমে আবার নতুন দিনের শুভকামনায় সনাতন ধর্মালম্বী ব্যবসায়ীরা মেতেছে হালখাতা উৎসবে।
সরকারি হিসাব মতে সারাদেশে গতকাল শুক্রবার নববর্ষ পালিত হলেও জ্যোতিষ শাস্ত্রের (পঞ্জিকার) হিসাব অনুযায়ী পহেলা বৈশাখ ছিলো আজ শনিবার। নতুন বছরের প্রথম দিন ব্যবসায়ীদের কাছে পুরানো হিসাব চুকিয়ে নুতন করে পথচলা তথা হালখাতার দিন হিসাবে পরিগণিত হয়।
আর এই হালখাতায়ই আজ সারাদিন মেতে উঠে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ। হিন্দু অধ্যুষিত তিনশত বছরের পুরাতন এই বাণিজ্যিক শহরে ভোরের আলো ফোটার সাথে সাথেই লাল সালু কাপড়ের বাঁধানো দোকানের হিসাবের খাতা নিয়ে ব্যস্ত হিন্দু ব্যবসায়ীরা।
দোকানে ধনের দেবতা গণেশ এবং লক্ষী দেবীর পূজা দেয়ার মাধ্যমে দিনের কাজ শুরু করে। চলে পূজা পার্বণ। প্রত্যন্ত গ্রামের দোকানগুলোতেও চলে মিষ্টি খাওয়ার ধুম।
এ যেন হালখাতার উৎসব দোকানগুলো সাজানো হয় বর্ণিল সাজে। নতুন খাতার বিক্রির ধুম পড়ে যায়। দোকানে আগত ক্রেতাদের করানো হয় মিষ্টি মুখ। সকাল থেকে রাত অবদি চলবে এই উৎসব।
আপনার মতামত লিখুন :