আজ রবিবার সকালে মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উফশি/নেরিকা আউশ আবাদ বৃদ্ধির লক্ষে প্রনোদনা প্যাকেজ (২০১৭-১৮) এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ, সেচ ও আগাছা দমনের জন্য আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নার্গিস আক্তার, উপজেলা মৎস্য অফিসার হাবিবুর রহমান তালুকদার, জাতীয় পার্টির নেতা একেএম কামরুল হাসান সোহাগ, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১৪৫ জন কৃষকের মাঝে এ প্রনোদনা বিতরণ করা হয়। উল্লেখ্য ১৪৫জন কৃষকের মধ্যে ১২০ জনকে ৫ কেজি উফশি আউশ ও ২০ কেজি ইউরিয়া সার ও প্রত্যেকে ৪শ টাকা ২৫জনকে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও নগদ ৮শ টাকা করে প্রনোদনা সহায়তা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :