অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পর্দা নামলো ৮৯তম অস্কারের। গতকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় এ আয়োজন। এটি উপস্থাপনা করছেন টক শো সঞ্চালক জিমি কিমেল।
সব সুন্দরী ও গুণী অভিনেত্রীকে পেছনে ফেলে অস্কার ঘরে তুললেন এমা স্টোন। স্বপ্নের স্বর্ণমূর্তি প্রথমবারের মতো হাতে নেওয়ার জন্য এমাকে পাল্লা দিতে হয়েছে ‘এল’ ছবির ইসাবেল হুপ্যার্ট, ‘লাভিং’-এর রুথ নেগা, ‘জ্যাকি’-এর নাটালি পোর্টম্যান ও ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিনস’-এর মেরিল স্ট্রিপের সঙ্গে।
‘লা লা ল্যান্ড’ ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন।
আপনার মতামত লিখুন :