বাংলাদেশের স্পিন কোচ হচ্ছেন সুনীল


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ১২:০১ AM / ৯২
বাংলাদেশের স্পিন কোচ হচ্ছেন সুনীল

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ হচ্ছেন সুনীল যোশি। শ্রীলঙ্কান রুয়ান কালপাগে চলে যাওয়ার পর একজন স্পিন কোচ খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বোর্ডের কর্তারা সহযোগিতা চান ভারতের কোচ অনিল কুম্বলের কাছে।

তিনি ভারতের সাবেক স্পিনার সুনীল যোশিকে স্পিন কোচ করার পরামর্শ দেন। এরই ভিত্তিতে শুক্রবার হায়দরাবাদে সুনীল যোশিকে আমন্ত্রণ জানান বিসিবি’র ক্রিকেট কর্তারা। বাঁ-হাতি স্পিনার সুনীল যোশি ভারতের হয়ে ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে ১৫ টেস্টে ৪১ ও ৬৯ ওয়ানডেতে ৬৯ উইকেট নিয়েছেন।

ভারত-বাংলাদেশ টেস্ট উপলক্ষ্যে এখন হায়দরাবাদে। সেখানে সুনীল যোশির বাংলাদেশ দলের স্পিন কোচ হওয়ার ব্যাপারটি নিশ্চিত হয়েছে বলে জানালেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, টেস্ট শেষ হওয়ার আগেই আমরা তার সঙ্গে কোচ হওয়ার সব আনুষ্ঠানিকতা সেরে ফেলবো। মূলত, এ ব্যাপারে আমরা অনিল কুম্বলের কাছে সাহায্য চেয়েছিলাম। তিনি আমাদেরকে সুনীল যোশির নাম প্রস্তাব করেন। তিনি তরুণ স্পিনারদের সাহায্য করবেন।

বাঁ-হাতি স্পিনার সুনীল যোশি ভারতের হয়ে ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে ১৫ টেস্টে ৪১ ও ৬৯ ওয়ানডেতে ৬৯ উইকেট নিয়েছেন।

তথ্য : সংগ্রহীত