পাকিস্তানে আটকে গেল ‘রইস’


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০১৭, ১:২০ PM / ২৯৩
পাকিস্তানে আটকে গেল ‘রইস’

কথা ছিল আগামী ১০ ফেব্রুয়ারি পাকিস্তানে মুক্তি পাবে শাহরুখ খানের ‘রইস’। সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছবির অভিনেত্রী মাহিরা খান জানান, ‘রইস’ এর মুক্তির জন্য পাকিস্তানের মানুষ অপেক্ষা করে রয়েছেন।

পাকিস্তানে শাহরুখের ভক্ত বেশি হলেও পাকিস্তানের সেন্সর বোর্ড চাইছে না সে দেশে ‘রইস’ মুক্তি পাক। তাই ‘রইস’ এর পাকিস্তান যাত্রা স্থগিত।

মুসলিমদের অপরাধী হিসেবে চিত্রায়িত করা হয়েছে বলেই পাকিস্তানের সেন্সর বোর্ড আটকে দিয়েছে ‘রইস’ এর মুক্তি। সূত্রের খবর, পাকিস্তানের সেন্সর বোর্ড মনে করছে, রইসে ইসলাম ধর্মকে ছোট করা হয়েছে। মুসলিমদের অপরাধী, সন্ত্রাসবাদী হিসাবে তুলে ধরেছেন পরিচালক। তাই এই ছবি পাকিস্তানে মুক্তি পেলে তা দেশবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে।