চেলসির বড় জয়


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০১৭, ১১:৩৭ PM / ৬৮৩
চেলসির বড় জয়

ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই দলকে গোল এনে দেন চেলসির স্প্যানিয়ার্ড ডিফেন্ডার মার্কাস আলোনসো। আর্সেনালের বিপক্ষে ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক চেলসি।আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয়ই পেলো চেলসি। ১-০ গোলে এগিয়ে বিরতিতে গিয়েছিল চেলসি। আর দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পেলো চেলসি। এতে পুরো কৃতিত্বটা বেলজিয়ানল্প্ল মেকার হ্যাজার্ডের।

ম্যাচের ৫৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল পায়ে আর্সেনালের পাঁচ জন খেলোয়াড়কে কাটিয়ে ডি বক্সে ঢুকে দারুণ শটে গোল আদায় করেন ইডেন হ্যাজার্ড।

গত বছর ইতালির ফিওরেন্টিনা থেকে চেলসিতে যোগ দেন স্প্যানিয়ার্ড লেফট-ব্যাক মার্কাস আলোনসো। মাঝে এক বছর ধারে (লোন) তিনি খেলেন ইংলিশ অপর দল সান্ডারল্যান্ডে। চেলসির জার্সি গায়ে ১৭ ম্যাচে ডিফে%