সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল বিনোদ রাইকে বিসিসিআইয়ের প্রশাসনিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এছাড়াও আছেন ইতিহাসবিদ ও প্রখ্যাত ক্রীড়া বিশেষজ্ঞ রামচন্দ্র গুহ, ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট অধিনায়ক ডায়না এডুলজি, আইডিএফসি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর বিক্রম লিমায়ে। তবে, এই প্যানেলের প্রধান বিনোদ রাই।
অবশেষে জটিলতা কাটলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রশাসনিক পদের। দেশটির সুপ্রিম কোর্ট বোর্ডের শীর্ষপদে প্রশাসনিক চার কর্তার নাম ঘোষণা করেছে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসি’র বৈঠক আছে। কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়, সেখানে বোর্ডের যুগ্মসচিব হিসেবে বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করবেন অমিতাভ চৌধুরী। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যত দিন না নতুন করে নির্বাচন হচ্ছে, এই প্যানেলই বিসিসিআইয়ের দায়িত্ব সামলাবে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি, সুপ্রিম কোর্টের নির্দেশে অপসারিত হন তৎকালীন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে-সহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :