চলচ্চিত্র উৎসবে ‘দ্য কিড’


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০১৭, ১১:২৭ PM / ৯৭
চলচ্চিত্র উৎসবে ‘দ্য কিড’

ঢাকার শাহবাগের গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় দেখানো হবে ‘দ্য কিড’ । গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ‘দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। উৎসবে আজ বুধবার দেখানো হবে আর্জেন্টিনার চলচ্চিত্র ‘দ্য কিড’।  এ চলচ্চিত্রটি তৈরি করেছেন সার্জি মাজ্জা।

এ ছাড়া বেলা দুইটায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দেখানো হবে ভারতের ‘মার্বেলস’, ইরানের ‘কপার ওয়্যার’, বেলারুশের ‘স্প্রিং ইন অটাম’, চীনের ‘মিডনাইট’, আমেরিকার ‘ফলো মি’, আলজেরিয়ার ‘টুডে টুমরো’, ইরানের ‘আর সলিউশন’, বুলগেরিয়ার ‘দ্য সন’, ও চীনের ‘হোম সুইম’ ছবিগুলো।

‘দ্য কিড’ ছবিতে দেখা যাবে গঞ্জালো নামের ১০ বছরের এক শিশুর গল্প। যার মায়ের মৃত্যুতে তার ওপর ছোট বোনের দায়িত্ব পড়ে। গঞ্জালো আশপাশে একটি বাড়ির খোঁজ করে। তার খোঁজাখুঁজির সময় সে শুনতে পায় এক ভ্রমণকারীর কথা, একটি ভেঙে যাওয়া বিয়ে আর এক পুরোনো পানশালার মালিকের কথা। এই দৃশ্যপট এমন এক গল্পের, যা ঘুরে বেড়ায় প্রেম, আঘাত, পরিবার আর প্রত্যাশার সবদিকে।

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে এ উৎসব চলবে ঢাকাসহ রাজশাহী ও রংপুরে ৩০ জানুয়ারি পর্যন্ত।