ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সাথে সম্পৃক্ততা আছে এমন সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। এদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছে।মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে বলা হচ্ছে কুয়ালালামপুর ও সাবাহ প্রদেশে গত ১৩ থেকে ১৯ জানুয়ারির মধ্যে ধারাবাহিক অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
খবরে বলা হচ্ছে, মালয়েশিয়ার পুলিশ বাহিনীর সন্ত্রাসবিরোধী বিশেষ শাখার সদস্যরা আইএসে জঙ্গিগোষ্ঠীর একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। এবং চারজনকে গ্রেফতার করেছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় পুলিশ প্রকাশ করেনি। এছাড়া গ্রেফতারকৃত অন্য দুজনের একজন ফিলিপিন্সের নাগরিক এবং আরেকজন মালয়েশিয়ান এক নারী।
পুলিশ বলছে, বাংলাদেশি দুজনের বয়স ২৭ এবং ২৮ বছর, ফিলিপিন্সের নাগরিকের বয়স ৩১ বছর এবং মালয়েশিয়ান নারীর বয়স ২৭ বছর।
আপনার মতামত লিখুন :