সহজ জয় অস্ট্রেলিয়ার


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০১৭, ১১:৩৫ PM / ৩৩৪৬
সহজ জয় অস্ট্রেলিয়ার

এ ম্যাচটি জিতে গেলেই যে বাংলাদেশকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে চলে যেত পাকিস্তান। তবে আপাতত সেটি হয়নি, রেটিং পয়েন্টে বাংলাদেশের চেয়ে ১ পয়েন্ট পিছিয়েই থাকল পাকিস্তান। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে জিতে নিল স্টিভ স্মিথের দল।

দলীয় ৪৫ রানেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার উইকেট খুইয়েছিল অস্ট্রেলিয়া। তবে পরে ব্যাট হাতে ইনিংস সামাল দিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও অভিষিক্ত তারকা পিটার হ্যান্ডসকম্ব। তৃতীয় উইকেটে ১৮৩ রানের ম্যাচজয়ী জুটি গড়লেন এ দু’জন। আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ৭ উইকেটের সহজ জয় নিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১এ এগিয়ে গেলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ১০৮ রানে অপরাজিত থাকেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।