সংসদ সদস্যদের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নানা কর্মযজ্ঞ নিয়ে এগিয়ে চলছে ‘আমার এমপি ডট কম’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিদের সার্বিক কর্মকাণ্ডের খোঁজ রাখতে; ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে জনপ্রতিনিধিদের সঙ্গে জনসাধারণের যোগাযোগকে আরও সহজতর করে তুলতে এবার সংস্থাটি ৩৫০ জন স্বেচ্ছাসেবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিকল্পনার জানিয়েছেন আমার এমপি প্রকল্পের স্যোশাল মিডিয়া কনসালট্যান্ট সুশান্ত দাস গুপ্ত।
তিনি বলেন, ‘আমার এমপি প্রকল্পের জন্য আমরা সাড়ে তিন শ’ স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছি। আমাদের কাছে স্বেচ্ছাসেবক নামের পরিবর্তে অ্যামবাসেডর নাম ব্যবহারের জন্য বেশ কিছু সুপারিশ এসেছে। অতএব আমরা আমার এমপি’র জন্য সাড়ে তিন শ’ অ্যামবাসেডর নিয়োগ করবো বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকেই একজন করে।
তথ্য : সংগ্রহীত
আপনার মতামত লিখুন :