বাংলাদেশে কোকা-কোলার কারখানা


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০১৭, ১১:৩৭ PM / ৩১৭৪
বাংলাদেশে কোকা-কোলার কারখানা

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় সমন্বিত কারখানার উদ্বোধন করেছে কোমল পানীয় উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান কোকা-কোলা। আজ বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থেকে কোকা-কোলার কারখানার উদ্বোধন করেন। কোকা-কোলার সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড এই কারখানা পরিচালনা করবে।

এ দিকে, এর আগে এক অনুষ্ঠানে কোকা-কোলাকে বাংলাদেশে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশে কোকা-কোলার কারখানা স্থাপনের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নকাট মন্তব্য করেছেন, ‘এক নতুন অধ্যায়ের সূচনা’। কোকা-কোলা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহের ভালুকার কারখানায় মূলত কোকা-কোলা, স্প্রাইট, ফানটা এবং জুস ও পানি বোতালজাত করবে বিশ্বে বহুল প্রচলিত কোম্পানিটি।