৮ মিনিটের জন্যও রাস্তায় নামেনি বিএনপিঃ কাদের


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০১৭, ১১:৩৩ PM / ৩১৪৯
৮ মিনিটের জন্যও রাস্তায় নামেনি বিএনপিঃ কাদের

বিএনপির রাজপথ উত্তপ্ত করার হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তারা রাজপথ উত্তপ্ত করলে তো ভাল। আমি খুশি হব। অন্তত জনগণ বুঝবে যে, দেশে একটি অপজিশন পার্টি আছে।  তারা রাজপথ উত্তপ্তের কথা বলছে, কিন্তু গত ৮ বছরে ৮ মিনিটের জন্যও তা পারেনি। বিএনপি এখন সন্দেহবাতিক দলে পরিণত হয়েছে। সংশয় ব্যাধিতে ভুগছে তারা।

আন্দোলনের হুমকি না দিয়ে আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরের বিআরটিএ কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

বিএনপির সংলাপ আহ্বানের বিষয়ে তিনি বলেন, তারা রাষ্ট্রপতির সাথে দেখা করে খুশি হয়েছে। কিন্তু এর মধ্যে কি এমন হয়ে গেল যে তারা অখুশি? রাষ্ট্রপতি সংলাপের পর সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু এটি না হওয়ার আগেই তারা সংকট দেখছেন। আসলে তারা সন্দেহবাতিকতায় ভুগছে।

সংলাপের বিষয়ে কাদের বলেন, প্রয়োজন হলে সংলাপ হবে। কিন্তু এখানে রাষ্ট্রপতি সংলাপ করছেন। এর মাঝে কোন সংলাপ হতে পারে না।