মিশরের হয়ে খেলেছেন ১৪৮ ম্যাচ। আফ্রিকা মহাদেশের অন্যতম সেরা গোলরক্ষক বলা হয় তাকে। কিন্তু এবারের আফ্রিকা কাপ অব নেশনসের দেশটির এক নম্বর গোলরক্ষক ছিলেন না এসাম আল-হাদারি। মালির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোলবারের নিচে দাঁড়ান আহমেদ আল-শেনাবী।
কিন্তু ম্যাচের প্রথমার্ধে গোল পোস্টের সঙ্গে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এতে বদলি হিসেবে গোলবারের নিচে দাঁড়ান আল-হাদারি। এরই সঙ্গে একটি রেকর্ড গড়ে ফেলেন তিনি।
আফ্রিকা নেশনস কাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েন আল-হাদারি। তার বয়স এখন চলছে ৪৪ বছর।
সর্বশেষ তিনি ২০০৬ সালের নেশনস কাপে খেলেন। তখন তার বয়স ছিল ৩৯ বছর ৫ মাস ২৪ দিন। কিন্তু তাকে টপকে বেশি বয়সে এই টুর্নামেন্টে খেলার রেকর্ড গড়লেন আল-হাদারি। ২০০৬, ২০০৮ ও ২০১০- টানা তিনবার মিশরের আফ্রিকান নেশনস কাপের শিরোপাজয়ী দলে ছিলেন আল হাদারি।
এর আগে আফ্রিকা নেশনস কাপে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড ছিল মিশরের কিংবদন্তি স্ট্রাইকার হোসাম হাসানের।
আপনার মতামত লিখুন :