হাদারি ৪৪ বছর বয়সে ফুটবল মাঠে


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০১৭, ১১:২৯ PM / ২১৬
হাদারি ৪৪ বছর বয়সে ফুটবল মাঠে

মিশরের হয়ে খেলেছেন ১৪৮ ম্যাচ। আফ্রিকা মহাদেশের অন্যতম সেরা গোলরক্ষক বলা হয় তাকে। কিন্তু এবারের আফ্রিকা কাপ অব নেশনসের দেশটির এক নম্বর গোলরক্ষক ছিলেন না এসাম আল-হাদারি। মালির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোলবারের নিচে দাঁড়ান আহমেদ আল-শেনাবী।

কিন্তু ম্যাচের প্রথমার্ধে গোল পোস্টের সঙ্গে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এতে বদলি হিসেবে গোলবারের নিচে দাঁড়ান আল-হাদারি। এরই সঙ্গে একটি রেকর্ড গড়ে ফেলেন তিনি।

আফ্রিকা নেশনস কাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েন আল-হাদারি। তার বয়স এখন চলছে ৪৪ বছর।

সর্বশেষ তিনি ২০০৬ সালের নেশনস কাপে খেলেন। তখন তার বয়স ছিল ৩৯ বছর ৫ মাস ২৪ দিন। কিন্তু তাকে টপকে বেশি বয়সে এই টুর্নামেন্টে খেলার রেকর্ড গড়লেন আল-হাদারি। ২০০৬, ২০০৮ ও ২০১০- টানা তিনবার মিশরের আফ্রিকান নেশনস কাপের শিরোপাজয়ী দলে ছিলেন আল হাদারি।

এর আগে আফ্রিকা নেশনস কাপে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড ছিল মিশরের কিংবদন্তি স্ট্রাইকার হোসাম হাসানের।