আদালতে ‘রোনালদোর ডাইভ’


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০১৭, ১১:৫৮ PM / ৩১৫৯
আদালতে ‘রোনালদোর ডাইভ’

ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচকেরা যে কটি বিষয় নিয়ে তির ছোড়েন, এর একটা তাঁর ডাইভ। ফাউল বা পেনাল্টি আদায় করে নিতে চতুরতার আশ্রয় নেওয়া। রোনালদোর এই ‘ডাইভ’ প্রসঙ্গ এবার উঠে এল স্কটল্যান্ডের আদালতেও!

ঘটনার সঙ্গে অবশ্য কোনো দিক দিয়েই রোনালদো জড়িত নন। ঝামেলা বেঁধেছিল দুই পড়শির। তুমুল ঝগড়ার একপর্যায়ে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন, এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া।

কে সত্যি বলছে এটা নির্ধারণ হয় সিসিটিভির ফুটেজে। যেটা দেখে ডানডির শেরিফ জন র‍্যাফার্টি সরস মন্তব্য করেন, ‘এমন ডাইভ প্রিমিয়ার লিগ ফুটবলে দিলে তো সরাসরি হলুদ কার্ড দেখতে হতো।’ আর আদালতের আইনজীবী জন অ্যাডামস মন্তব্য করেন, ‘এমন ডাইভ দেখলে রোনালদোও গর্ববোধ করতেন।’

২০১৬ ইউরোতেও রোনালদোর ডাইভ আলোচনার জন্ম দিয়েছিল।

সূত্র: গোলডটকম