উড়ুক্কু গাড়ি আসবে এবার


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০১৭, ৬:১১ PM / ৩৮৫৫
উড়ুক্কু গাড়ি আসবে এবার

রাস্তায় জ্যাম নিয়ে ভাবতে হবে না আর। উড়ুক্কু যান তৈরির কাজ কিন্তু এগিয়ে চলেছে। এ বছরের শেষ নাগাদ উড়ুক্কু গাড়ির প্রোটোটাইপ তৈরি করে ফেলবে ইউরোপীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস। বার্তা সংস্থা রয়টার্সকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এমন তথ্যই জানিয়েছেন।

এয়ারবাসের প্রধান নির্বাহী টম এন্ডার্স মিউনিখে ডিএলডি ডিজিটাল টেক সম্মেলনে বলেন, চলতি বছরের শেষ দিকে একজন যাত্রীবাহী উড়ুক্কু গাড়ি পরীক্ষামূলকভাবে ওড়ানো হবে। অবশ্য উড়ুক্কু গাড়ি তৈরিতে বিনিয়োগের পরিমাণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।