বাংলাদেশের কোচ হচ্ছেন জর্জ কোটান


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০১৭, ১২:১৮ AM / ৪৮৯৬
বাংলাদেশের কোচ হচ্ছেন জর্জ কোটান

জর্জ কোটানকেই জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বাফুফে। এমনই ইঙ্গিত দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

বাংলাদেশ ফুটবলের দুটি বড় সাফল্যের একটি এসেছে জর্জ কোটানের হাত ধরে। ২০০৩ সাল তাঁর অধীনে রজনী-আমিনুলরা বাংলাদেশকে সাফের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন। সাফ চ্যাম্পিয়নশিপের ওটাই প্রথম এবং শেষ শিরোপা, এরপর অনেক বিদেশির আসা-যাওয়া হলেও সফল হতে পারেনি কেউ।

সামনে বঙ্গবন্ধু গোল্ডকাপের কথা ভেবেই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু বাফুফে। কোটানকে নিয়োগ দিয়ে আপাতত খোঁজাখুঁজির পর্বটা শেষ করলো বাফুপে। বাকি কেবল চূড়ান্ত ঘোষণা। সেটা আজ দিয়ে দিতে পারেন বাফুফে কর্তারা। সেটা হলে সপ্তাহ খানেকের মধ্যেই জজ কোটানের অধীনে বঙ্গবন্ধু কাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।