ক্ষমা পেলেন ছয় বাংলাদেশি


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০১৭, ১২:০৭ AM / ২৪২৯
ক্ষমা পেলেন ছয় বাংলাদেশি

মিয়ানমারে সাজা ভোগরত ছয় বাংলাদেশির জন্য নতুন খবর। এবার এই জেলেদের ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়। মিয়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এসব তথ্য জানায়।

তাঁদের এখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগ ওই ছয় বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাঁদের ফেরত পাঠানো হবে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ নভেম্বর টেকনাফের কাছে মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ওই ছয় বাংলাদেশি জেলেকে আটক করা হয়। মিয়ানমারে সাজা ভোগ করছিলেন তাঁরা।