কমলা সুরাইয়ার চরিত্রে না বিদ্যার


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০১৭, ১২:০১ AM / ২১৫৯
কমলা সুরাইয়ার চরিত্রে না বিদ্যার

কমলা সুরাইয়া ছিলেন দক্ষিণ ভারতের বাসিন্দা। বেশ কিছুদিন শুটিং ঝুলিয়ে পরে পরিচালক কামাল মুহাম্মদকে ‘না’ বলে দিয়েছেন বিদ্যা। তিনি এ চরিত্রে কাজ করবেন না।

কামালের ধারণা, কমলার ধর্মান্তরিত হওয়ার ঘটনাটিই বাদ সেধেছে। সনাতন পরিবারের মেয়ে বিদ্যা, সে জন্যই হয়তো ওই চরিত্রটি করবেন কি করবেন না, এ নিয়ে দ্বিধা ছিল।

ইংরেজিতে অসংখ্য কবিতা লিখেছেন কমলা সুরাইয়া। ভারতীয় এই সাহিত্যিক লিখেছেন মালায়ালম ভাষাতেও। ২০০৯ সালে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। ১৯৯৯ সালে সনাতন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় হয়ে ওঠেন বিতর্কিত। সাহিত্যিক হিসেবে সুখ্যাতি থাকলেও ধর্মান্তরিত হওয়ার পর হয়ে যান সমালোচিত। আগে তাঁর নাম ছিল কমলা দাস। মুসলমান হওয়ার পর নাম বদলে হয়েছিলেন কমলা সুরাইয়া। তিনি ১৯৮৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

কমলার চরিত্রে অভিনয়ের জন্য শুরুতে দারুণ আগ্রহী ছিলেন বিদ্যা। পরে সিদ্ধান্ত বদলান।

 হিন্দুস্তান টাইমস