লিনার কোরিওগ্রাফিতে উজালা পেইন্টের ফ্যাশন শো


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০১৭, ৬:৪২ PM / ১২৪৩
লিনার কোরিওগ্রাফিতে উজালা পেইন্টের ফ্যাশন শো

উজালা পেইন্ট অনেক আগে থেকেই নাম করেছে এ দেশে। সম্প্রতি  রাজধানীর কৃষিবীদ ইনস্টিউট ভবনে একটি জমকালো ফ্যাশন শো কোরিওগ্রাফি করেছেন মডেল লিনা খান। চমৎকার এই শোতে মডেল হিসেবে বিভিন্ন কিউতে অংশ নেয় ইমি, রুমা, মিথিলা, আখি আফরোজ, নিবির আদনান, নাহিদ, আসিফ খান, রিসিলা, স্পৃরিয়া. সাকিব সারোয়ার, মারিয়া, হারসাত, তাহমিয়াদ, লাবনী, তনয়, সায়মন, শাওন।

15970732_10154075692231990_1016522867_n

লিনা বলেন, উজালা পেইন্টকে ধন্যবাদ। আর সেই সঙ্গে ইভেন্ট অগনাইজার মাইন্ড ট্রি ও ইকবাল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে এই শোতে ফ্যাশন সাপোট দিয়েছেন এনএফথ্রি- আবদুল মালেক বাপ্পি। আমি নতুনদেরও বিভিন্ন শোতে সুযোগ করে দিচ্ছি। এই যেমন ১৫ জানুয়ারি কক্সবাজারেও একটি শো করছি। সেখানে পুরাতনের পাশাপাশি নতুন মডেলরাও অংশ নিবে।  আরবান ইউভা লিনা কালেকশন ছিল শোর পােশাকে। আর শোর ছবিগুলো সুন্দর করে তুলেছেন কিবরিয়া।