রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অন্যতম সাইবার আর্মি বা হ্যাকার। দেশটির প্রাভদা অনলাইনে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। জিকিউরিয়ন এনালাইটিকসকে উদ্ধৃত করে এ রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশে জনগণের অনুভূতি ও আচরণের মধ্যে নিজেদের প্রভাব দেখাতে নানা রকম পদ্ধতি অনুসরণ করে রাশিয়ার সাইবার যোদ্ধারা।
বিশ্বে এখন সেনাবাহিনী ও গোয়েন্দাদের জন্য সবচেয়ে বেশি স্পেশালাইজড সাইবার নিরাপত্তা নিশ্চিত করে এমন দেশ আছে ৫টি। তার অন্যতম রাশিয়া। এ দেশটির রয়েছে ১০০০ শক্তিশালী সাইবার যোদ্ধা। তাদের জন্য রাষ্ট্র বছরে ৩০ কোটির ডলারেরও বেশি অর্থ বরাদ্দ দিয়ে থাকে। সোলার সিকিউরিটির মার্কেটিং পরিচালক ভ্যালেন্টিন ক্রোহিনের মতে, রাষ্ট্রীয় সামরিক কাঠামোর ভিতরেই রাশিয়ার রয়েছে সাইবার কমান্ড।
এ ছাড়া হ্যাকার আছে চীন, বৃটেন ও দক্ষিণ কোরিয়ায়। তারা যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে।
আপনার মতামত লিখুন :