আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী জোড়া বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তালেবান বলেছে, হামলার টার্গেট ছিল আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থার কর্মী বহনকারী একটি মিনিবাস।
দেশটির পার্লামেন্টের কাছে হামলাটি চালানো হয়। আল জাজিরার খবরে বলা হয়, হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। দেশটির নিরাপত্তা কর্মকর্তা জানান, এক আত্মঘাতী বোমা হামলাকারী শহরের দারুল আমান এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায়। এর পরপরই একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়।
গতকাল দেশটির দক্ষিণে হেলমান্দ প্রদেশে আরেক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কমপক্ষে ৭ জন নিহত হয়। এই হামলার টার্গেট ছিল প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তার ব্যবহৃত একটি গেস্টহাউজ।
আপনার মতামত লিখুন :