মুদ্রাস্ফীতির দেশে বেতন বাড়ছে ৫০ ভাগ


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০১৭, ১১:৫৮ PM / ৯৬
মুদ্রাস্ফীতির দেশে বেতন বাড়ছে ৫০ ভাগ

নতুন এক সংবাদ। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, দেশের কর্মসংস্থান ও আয়ের পথকে সুরক্ষা করতে সহায়তা করতে এমন উদ্যোগ। তবে সমালোচকরা বলছেন, এতে পরিস্থিতির অবনতি ঘটবে। বিরোধীরা মাদুরোর সমালোচনা করছে।

এ বছর মুদ্রাস্ফীতি দাঁড়াবে শতকরা ১৬০০ ভাগ। এ অবস্থা মোকাবিলা করতে দেশটির সর্বনিম্ন ও পেনশন শতকরা ৫০ ভাগ বাড়ানো হচ্ছে। তারা বলছে, তেল সমৃদ্ধ ভেনিজুয়েলার ক্ষয়প্রাপ্ত অর্থনীতির ভুল ব্যবস্থাপনা করছেন প্রেসিডেন্ট মাদুরো। কিন্তু এসব সমালোচনায় কান দিচ্ছেন না তিনি।

উল্লেখ্য, বিশ্বে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ ভেনিজুয়েলায়। সেখানকার অর্থনীতিতে আঘাত এসেছে তেলের দাম পড়ে যাওয়ায়। কারণ, দেশটির সম্পদ তেল।