শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসছে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মতবিনিয়ময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন এতোটাই বেশি যে নির্বাচনের মাধ্যমে তাকে আর পরাজিত করা সম্ভব নয়।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেন, যতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছেন ততই তার জীবন ঝুঁকিপূর্ণ হচ্ছে। আমাদের যারা প্রতিপক্ষ তারা বুঝে গেছে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। তাই ষড়যন্ত্রই তাদের একমাত্র পথ। এজন্যই দলের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ও সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।
আপনার মতামত লিখুন :