‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশের অনুমতি চান বিএনপি। আগামী কাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে না হলেও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক যৌথ সভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান।
৭ জানুয়ারি বিএনপি আহূত সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি ওই যৌথ সভার আয়োজন করে। বিএনপির বর্জনের মধ্য দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।
তবে এখনও অনুমতি পান নি দলটি।
আপনার মতামত লিখুন :