এক টেস্ট বাকি থাকতে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। দারুণ খেলেছেন দলটি। নিউল্যান্ডস টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। সে কারণেই দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫০৭ রানের লক্ষ্যটা তারা পেরিয়ে যাবে, সেটি কেউ ভাবেনি। পরাজয়টা তাই ছিল অনুমিতই।
চার উইকেটে ১৩০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ২২ ওভারে ৯৪ রান যোগ হতেই বাকি ছয় উইকেটের পতন ঘটে। ৫০৭ রানের পাহাড়সম টার্গেটে ২২৪-এ থামে সফরকারীরা। প্রোটিয়াদের বোলিং তোপে প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছিল মাত্র ১১০ রানে। এর আগে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২০৬ রানে হার মানে লঙ্কানরা। জোহানেসবার্গে তৃতীয় ও শেষ টেস্ট শুরু ১২ জানুয়ারি।
সর্বোচ্চ ৪৯ রান আসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। দিনেশ চান্দিমাল ৩০, কুশল সিলভা ২৯, ধনাঞ্জয়া ডি সিলভা ২২ রান করে আউট হন। ৩৫ রান করে অপরাজিত থাকেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
স্কোর: দ. আফ্রিকা – ৩৯২ ও ২২৪/৭ ডিক্লে.
শ্রীলঙ্কা – ১১০ ও ২২৪ (৬২ ওভার)
সূত্র: টেন ৩ ছবি : এএফপি
আপনার মতামত লিখুন :