গুলশানের চিত্র এখন অনেকটা ভিন্ন। গুলশান অ্যাভিনিউতে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নিচ্ছেন দখলকারীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেঁধে দেওয়া সময়ের মধ্যে দখলকারীরা এসব স্থাপনা সরিয়ে নিচ্ছেন। ভবনও ঘিরে রেখেছে পুলিশ।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গুলশান, বনানী ও বারিধারা এলাকার বিদ্যমান সড়ক, ফুটপাত ও ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসির একটি প্রকল্পের কাজ চলছে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ‘গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির কাজ শুরু হয়েছে গত ফেব্রুয়ারি থেকে।
এই প্রকল্পের অধীনে ৫৬ কিলোমিটার ফুটপাত উন্নয়ন করা হবে। গুলশান অ্যাভিনিউর ফুটপাত সংস্কার ও প্রশস্ত করতে ডিএনসিসির সম্পত্তি বিভাগ মাপজোখ শুরু করে। ফুটপাত মাপতে গিয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা ফুটপাতে অবৈধ দখল চিহ্নিত করেন। কর্মকর্তারা ফুটপাতের জায়গা মেপে লাল রং দিয়ে চিহ্নিত করে দেন।
কিছু অবৈধ স্থাপনা তাৎক্ষণিক উচ্ছেদ করেন ডিএনসিসির কর্মকর্তারা। তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আপনার মতামত লিখুন :