নতুন বছরে নতুন খবর। নতুন বছরে নতুন সব পরিকল্পনা নিয়ে এগুচ্ছে মাইক্রোসফট। হাইব্রিড ডিভাইসের নতুন সংস্করণ এ বছরই আনতে পারে প্রতিষ্ঠানটি। হাইব্রিড এ ট্যাবে থাকবে ফোরকে আলট্রা এইচডি ডিসপ্লে। এর ফিচার হিসেবে থাকবে ম্যাগনেটিক স্টাইলাস ও ওয়্যারলেস চার্জিং সমর্থন।‘সারফেস প্রো ৫’ নামের ডিভাইসটি ট্যাব ও পিসি হিসেবে ব্যবহার করা যাবে।তবে মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখনো কিছু জানায়নি।
নতুন প্রজন্মের সারফেস প্রো তৈরি করবে পেগাট্রন। এ ছাড়া মাইক্রোসফটের কোয়ান্টা কম্পিউটারও এর উৎপাদনে যুক্ত হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাউ
আপনার মতামত লিখুন :