নতুন বোলিং কোচ বালাজি এসেছে কলকাতা নাইট রাইডার্সে । ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) এই দলটিতে দীর্ঘদিন বোলিং কোচ ও পরামর্শকের দায়িত্ব পালন করেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। কিন্তু আগামী আসর থেকে তিনি এ দায়িত্বে থাকছেন না। তিনি থাকছেন না, নাকি তাকে বাদ দেয়া হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়- ওয়াসিম আকরাম ব্যক্তিগত কারণে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সাকিব আল হাসানদের নতুন বোলিং কোচ হলেন লক্ষ্মীপতি বালাজি।
ভারতের হয়ে ২০০২ থেকে ২০১২ সালের মধ্যে ৮ টেস্ট, ৩০ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন লক্ষ্মীপতি বালাজি। আর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন। তবে এবার দলটির বোলিং কোচের দায়িত্ব পেলেন। নতুন এ দায়িত্ব পেয়ে ৩৫ বছর বয়সী বালাজি বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সে খেলতে আমি দারুণ উপভোগ করতাম। সেখানে আবার ফিরতে পেরে আমি খুশি। খেলোয়াড় হিসেবে ড্রেসিং রুমটা অনেক মিস করবো।
আপনার মতামত লিখুন :