নতুন এক সংবাদ। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় টুইটে স্বাগত জানিয়ে দীপিকা হিন্দি অক্ষরে লিখেছেন, ‘ভিন, ভারত তোমার অপেক্ষায় পাগল হয়ে আছে। ১২ অথবা ১৩ জানুয়ারি আমাদের দেখা হবে। অনেক ভালোবাসা রইলো।’
হলিউডে দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ভারতে মুক্তি পাবে আগামী ১৪ জানুয়ারি। এ ছবিতে তার সহশিল্পী ভিন ডিজেল প্রচারণা করতে ভারতে আসছেন। টুইটারে এমন আভাস দিয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।
‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর একটি পোস্টারও শেয়ার করেছেন দীপিকা। এতে দেখা যাচ্ছে একটি পিস্তল ধরে আছেন তিনি। সঙ্গে উল্লেখ করেছেন ছবির নাম ও ভারতে মুক্তির তারিখ।
২০০২ সালে ‘ট্রিপল এক্স’ ছবিতেও জ্যান্ডার কেজ চরিত্রে অভিনয় করেছিলেন ভিন ডিজেল। তবে এক যুগ আগে মুক্তিপ্রাপ্ত ‘ট্রিপল এক্স: স্টেট অব দ্য ইউনিয়ন’ এর দ্বিতীয় ছবিতে ছিলেন না তিনি।
এদিকে দীপিকা এখন ভারতে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’তে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী রণবীর সিং, শহিদ কাপুর ও অদিতি রাও হায়দারি। এটি মুক্তি পাবে চলতি বছরের ১৭ নভেম্বর।
আপনার মতামত লিখুন :