লরির জন্য ইংলিশ–ফুটবল


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০১৭, ১১:২৪ PM / ৯৩
লরির জন্য ইংলিশ–ফুটবল

শিশুটির নাম ব্র্যাডলি লরি। সান্ডারল্যান্ডের খুদে এক সমর্থক সে। ইংল্যান্ডের ফুটবলে এখন অবশ্য সর্বজনীন হয়ে গেছে লরি। আর মাত্র এক মাস বেঁচে থাকবে লরি। লরির জন্য এখন কাঁদছে গোটা ইংলিশ ফুটবল।
মৃত্যু আলিঙ্গনের আগে সবাই তাই ছোট্ট লরিকে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ।

লরি মাঠে গিয়েছিল গত মাসে চেলসি-সান্ডারল্যান্ড ম্যাচেও। বিরতির সময় মাঠে নেমেছিল সে। পেনাল্টি থেকে একটি গোলও করেছিল সে। চেলসির রিজার্ভ গোলকিপার আসমির বেগোভিচ ইচ্ছা করেই গোল খেয়ে লরিকে আনন্দ দিয়েছিলেন। আয়োজনটিই তো ছিল তাকে আনন্দ দেওয়ার জন্য। গোলটি যৌথভাবে বিবিসির মাস সেরা গোলের পুরস্কার জেতে। ব্র্যাডলির সঙ্গে পুরস্কারটি জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিক মেখিতারিয়ানও। পরদিন সকালে ঘুম থেকে জেগেই খবরটি পেয়েছে লরির পরিবার। এএফপি।

ছবি : রয়টার্স