ঘুরতে যাবেন মাহি


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০১৭, ২:১১ AM / ১০৬
ঘুরতে যাবেন মাহি

নতুন বছরেই ছুটির ঘোষণা দিলেন মাহি। এ মাসে কোনো কাজ রাখবেন না বলে জানিয়েছেন তিনি।
জানুয়ারি মাসে তাহলে কী করবেন মাহি? সেটাও জানা গেল তাঁর সঙ্গে কথা বলে। এই সময়টা তিনি দিতে চান পরিবারকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী ফেব্রুয়ারির ১ তারিখ থেকে নতুন ছবির শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরবেন মাহি।

কোথায় যাচ্ছেন জানতে চাইলে মাহি বলেন, কোনো কিছুই এখনো ঠিক করিনি। ৬ তারিখ থেকে ঘুরতে বের হব।  হতে পারে দেশে কিংবা বিদেশে। দেখা যাক কোথায় যাওয়া যায়। মাহি আরও বললেন, কয়েক বছর ধরে এই নিয়মে নতুন বছরের প্রথম মাস কাটাই। এরই মধ্যে শুটিংসহ সব ধরনের কাজ থেকে এক মাসের জন্য বিদায় নিয়েছি। ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কাজ করব না। এই কদিন শুধুই ঘোরাঘুরি।

গত বছরের শেষ দিন পর্যন্ত প্রেমের বাঁধন সিনেমার শুটিং করেছেন মাহি। এ ছবিতে তার নায়ক বাপ্পি চৌধুরী।