আবারও সেই নাম। মোস্তাফিজুর রহমান। এই নামের সঙ্গে এরইমধ্যে অনেকগুলো উপাধি যুক্ত হয়েছে। নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার মিছিলেও উজ্জ্বল মোস্তাফিজুর রহমান। এর পুরস্কারও পেয়েছেন বাঁ হাতি এই পেসার। সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে তাঁর।
র্যাঙ্কিং টেবিলে উন্নতি হয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদেরও। আট ধাপ এগিয়ে ৭৮তম স্থানে আছেন এই পেসার। ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোসাদ্দেক হোসেনের। একটি ফিফটিসহ ৩ ম্যাচে ৩২ গড়ে ৬৪ রান করা এই ব্যাটসম্যান ৩৭ ধাপ এগিয়েছেন। ১৩৩ নম্বরে আছেন তিনি। তিনটি ওয়ানডে হারলেও দলীয় র্যাঙ্কিংয়ে আগের সপ্তম স্থানেই আছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ খেলেন মোস্তাফিজ। দুই ম্যাচে চার উইকেট নেন ২০১৬ সালে আইসিসির উদীয়মান এই ক্রিকেটার। আর এতেই ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা মোস্তাফিজ।
সূত্র: আইসিসি।
আপনার মতামত লিখুন :