৬ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০১৬, ১০:০৮ PM / ৯৬
৬ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। ভারতের শিলিগুড়ির স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৬-০ গোলে জয় পেলো বাংলাদেশ। এরমধ্যে পাঁচটি গোলই করেন সাবিনা।  এ জয়েই বাংরাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায়। ভারতের কাছে আফগানিস্তানের মেয়েরা হেরেছিল ৫-১ গোলে।

ম্যাচের ৪০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। এবার তাদের গোলের যোগানদেন কৃষ্ণা রানী। সাবিনার দেয়া বলে পোস্টে মারেন এই মিডফিল্ডার। গোলরক্ষক কোনো ভাবে রক্ষা করলে ফিরতি বলে তা জালে জড়ান সাবিনা। প্রথমার্ধের শেষ মিনিটে নিজের ও দলের চতুর্থ গোল গোল করেন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে সাবিনা তার পঞ্চম গোল করেন। আর শেষ গোলটি করেন স্বপ্না।