সালমান খানের ৫১তম জন্মদিন পালন


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০১৬, ৭:৫৮ PM / ১০৪
সালমান খানের ৫১তম জন্মদিন পালন

সালমান খান নামটা শুনলেই হাজারো তারকার মধ্যে খুঁজে পান ভক্তরা সেরা একটি চেহারার। আজ এই জনপ্রিয় বলিউড তারকার  ৫১তম জন্মদিন।  ২৭ ডিসেম্বরের প্রথম প্রহরেই ভাগনে আহিলকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন এই অভিনেতা। একটি নয়, ১০টি কেক কেটেছেন ‘বজরঙ্গী ভাইজান’। ‘বিং হিউম্যান’-এর প্রতিটি অক্ষরের একেকটি কেক বানিয়ে রাখা হয়েছিল সালমানের সামনে।

ভাগনে আহিলকে নিয়ে কেক কাটছেন সালমান, পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন ইউলিয়া ভানতুর।এ অনুষ্ঠানে সালমানকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সালমানের দুই ভাই ও অভিনেতা আরবাজ খান ও সোহেল খান, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, সুশান্ত সিং রাজপুত, প্রীতি জিনতা, এশা গুপ্তা, রেমো ডি’সুজা, নীল নিতেন মুকেশ, ডিনো মোরিয়া, জারিন খানসহ বলিউডের অনেকে।

পার্টিতে উপস্থিত ছিলেন সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভানতুরও। তিনি অবশ্য অতিথি নন, আয়োজকের ভূমিকায় ছিলেন। সোমবার ভোররাতে সালমান নিজের খামারবাড়িতে খুব কাছের কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন।