জর্জ মাইকেল আর নেই


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০১৬, ১০:৫০ AM / ১২০
জর্জ মাইকেল আর নেই

প্রখ্যাত ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল আর নেই। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে তাঁর মুখপাত্র এক বিবৃতিতে ‘কেয়ারলেস হুইস্পার’খ্যাত এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃ‌ত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। পুলিশ বলেছে, এই মৃত্যুকে ঘিরে তারা সন্দেহজনক কোনো কিছু পায়নি। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাসায় মৃত্যুবরণ করেন এই শিল্পী।

এদিকে জর্জ মাইকেলের মৃত্যুকে ঘিরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
২০১১ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর ভিয়েনা হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন এ শিল্পী। তখন থেকেই ক্রমশ তার শারিরিক অবস্থার অবনতি হচ্ছিল।

জর্জ মাইকেল ছিলেন একাধারে একজন গীতিকার, সুরকার ও গায়ক। আশির দশকে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮২ সালে অ্যান্ড্রু রিজলি’র সঙ্গে যৌথভাবে গড়ে তোলেন ‘হোয়াম!’। ১৯৮৬ সালে হোয়াম ভেঙে যাওয়ার পর তিনি একক ক্যারিয়ার তৈরি করেন। তার প্রথম একক অ্যালবাম ফেইথ দুনিয়াজুড়ে দুই কোটিরও অধিক কপি বিক্রি হয়। ২০১০ সাল পর্যন্ত সারা পৃথিবীতে তার অ্যালবাম বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি।