আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০১৬, ১১:৫৮ AM / ১১৫
আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই

আগামীকাল ( ২৬ ডিসেম্বর ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ান ম্যাচ লড়াই। বাংলাদেশ সময় সোমবার ভোর থেকে শুরু হওয়া আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা।

সাম্প্রতিক ভারত সফরে গিয়ে হোয়াইটওয়াশের লজ্জা ও অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজের হার নিয়ে অনেকটা বিমর্ষ অবস্থায় আছে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশ সিরিজকে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে দেখেছে তারা।

অন্যদিকে দেশের মাটিতে যে করেই হোক ভালো ফলাফল করতে চায় নিউজিল্যান্ড। বাংলাদেশকে শক্তিশালী মেনেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত মাইক হেসনের শিষ্যরা। তবে এতে খুব একটা চিন্তিত নয় টাইগাররা। তারাও সর্বাত্মক চেষ্টা করে যাবে দলকে চাঙ্গা রেখে নিজেদের যোগ্যতা প্রমানের।

বাংলাদেশ ওয়ানডে র‌্যাংকিংয়ে রয়েছে সাত নম্বরে। আর চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে ৩ উইকেটে হেরেছিলো টাইগাররা। তবে সবার মতে র‌্যাংকিং যেটাই হোক কৌশল অবলম্বন করে খেললে বাংলাদেশ দলও কোনো অংশে কম যাবেননা।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সময়সূচিঃ

তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ)
২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে ভোর ৪টা
২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে ভোর ৪টা
৩১ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে ভোর ৪টা