চলচ্চিত্রে স্পর্শিয়ার অভিষেক


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০১৬, ৫:৪০ PM / ১০৭
চলচ্চিত্রে স্পর্শিয়ার অভিষেক

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নতুন বছরে এই প্রথম চলচ্চিত্রে অভিষেক হচ্ছেন। দীর্ঘদিন ছোটপর্দায় বেশ দাপটের সাথে কাজ করে এবার রুপালী পর্দায় দর্শক তাকে দেখতে পাবেন। পরিচালক অনন্য মামুনের নতুন এ ছবির নাম ‘বন্ধন’।

এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ছবির গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে। তাই রাজী হয়ে গেলাম। চলচ্চিত্রে প্রথম কাজ করতে যাচ্ছি। ভাবতেই ভালো লাগছে।

ছবির নির্মাতা অনন্য মামুন বলেন, আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে। তাই নতুন এ ছবির কাজ শুরু করা হবে ২৯ ডিসেম্বর। আশা করছি, নতুন বছরে এ ছবিটি দর্শক উপভোগ করবে।

খুব শিগগিরই ছবির মহরত করে পরিচালক অনন্য মামুন ছবির ঘোষণা দিবেন বলে জানিয়েছেন। এ ছবির কাহিনী এগিয়ে যাবে পাঁচ বন্ধুর জীবনের গল্প নিয়ে।

‘বন্ধন’ ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজি। এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, ডন, শিপন, জন, এমিয়া এমি. মৌমিতা মৌ, তন্ময় প্রমূখ।