২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ (উইন্টার)। রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্যান) দোকান মালিক সমিতির আয়োজনে ছয় দিনব্যাপী (২২ থেকে ২৭ ডিসেম্বর) বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মেলায় সাড়ে ছয় শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
‘দ্য অনলি ওয়ে টু ফ্লাই’ স্লোগানে অষ্টম বারের মতো শুরু হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার’। মেলায় কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। মেলায় থাকবে বিশেষ ছাড় ও উপহার।
মেলায় আরও থাকবে আকর্ষণীয় পুরস্কার, রক্তদান কর্মসূচি, এন্ট্রিপাসের সঙ্গে ফ্রি মুভি দেখার সুব্যবস্থা, ফ্রি ইন্টারনেট ও ওয়াইফাই, গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সিকিউরিটি সিস্টেমস ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা।
বৃহস্পতিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন :