ঘরে এলো সাইফিনার পুত্রসন্তান


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০১৬, ৫:২৫ PM / ১০৯
ঘরে এলো সাইফিনার পুত্রসন্তান

দীর্ঘ প্রতিক্ষার পর সাইফ ও কারিনার ঘরে এলো পুত্রসন্তান।মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে তৈমুর আলি খানের জন্ম হয়। মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছেন সাইফ আলী খান।

তবে নতুন অতিথি আসার খবর টুইটারে প্রথম প্রকাশ করেন নির্মাতা করণ জোহর। টুইটে তিনি লিখেছেন, ‘আমাদের বেবো ছেলের মা হয়েছে। আমি খুবই খুশি।’ টুইটের শেষে হ্যাশট্যাগসহ তৈমুর আলি খান উল্লেখ করেন তিনি।

এর আগে গত সোমবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছোট নবাব সাইফ বলেন, ‘সন্তান এলে আমরা পরিপূর্ণ হবো। ছেলে হোক আর মেয়ে হোক, সে হবে আধেক আমার আর আধেক কারিনার। এটা চমৎকার অনুভূতি।’

এদিকে সাইফ ও কারিনার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় ‘আমাদের পুত্র তৈমুর আলি খান পতৌদির জন্মের দারুণ খবরটা সবাইকে জানাতে পেরে আমরা খুব আনন্দিত। গত নয় মাস আমাদের দিকটি বুঝে গণমাধ্যম যে সহযোগিতা করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই। সেই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অব্যাহত সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ জানাই।