জার্মানির বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে লরি ঢুকে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪৮ জন। বার্লিনের কেন্দ্রস্থলের এক ব্যস্ততম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্লিনের স্থানীয় সময় গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে।
হতাহতের এই ঘটনায় জার্মানিতে শোক নেমে এসেছে। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
এটি সন্ত্রাসী হামলা, নাকি দুর্ঘটনা, তা এখনো সুস্পষ্ট নয়। তবে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডা ম্যাজিয়ার ভাষ্য, কয়েকটি বিষয় এই ঘটনাকে একটি ইচ্ছাকৃত হামলা হিসেবেই ইঙ্গিত করছে।
জার্মানির গণমাধ্যমে বলা হচ্ছে, পোল্যান্ডের লরিটি ইতালি থেকে ইস্পাত নিয়ে বার্লিনে আসছিল। যাত্রাপথে গতকাল স্থানীয় সময় দুপুরের দিকে লরির সঙ্গে পরিবহন প্রতিষ্ঠানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বড়দিন উপলক্ষে বার্লিনের কেন্দ্রস্থলে বসা মার্কেটে রাতে ঢুকে পড়ে লরিটি। এই ঘটনার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :