আড়ং প্রতিবারের মত এবারের বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকার রঙ লাল-সবুজের সমারোহে তৈরি করেছে নানা ধরনের পোশাক। দারুণ সব সালোয়ার কামিজ, নকশা করা শাড়ি এবং পাঞ্জাবি এনেছে। এসব পোশাক পাওয়া যাচ্ছে আড়ংয়ের সকল আউটলেটে এবং অনলাইনে। বাহারী ডিজাইনের এবারের তৈরি পোশাকের ডিজাইনে ঐতিহ্যবাহী মোটিফ এবং স্টাইল ধরে রাখা হয়েছে যা যেকোন সময়ের সাথে তাল মিলিয়ে যাবে।
বিজয় দিবস উপলক্ষে এবছর আড়ং এর সকল আউটলেটে থাকছে ‘ফেইস পেইন্টিং’ এর সুবিধা এবং সকলের জন্য রয়েছে পতাকা ব্যাজ। ছোট বাচ্চাদের জন্যও আছে লাল সবুজের সমারোহে দারুন সব পাঞ্জাবি-পাজামা, সালোয়ার কামিজসহ অন্যান্য আরও অনেক পণ্য।
উল্লেখ্য, আড়ং দেশের সর্ববৃহৎ লাইফস্টাইল রিটেইল চেইন এবং ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ।
আপনার মতামত লিখুন :