নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষনা


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০১৬, ২:২৬ PM / ৯৪
নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষনা

বাংলাদেশ বিপক্ষে খেলতে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ছয় বছর পর ব্ল্যাক ক্যাপসদের ১৩ সদস্যের ওডিআই টিমে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান নেইল ব্রুম। বাদ পড়েছেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। তার জায়গায় দলে ফিরেছেন লুক রনকি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের স্কোয়াডে থাকা ব্যাটসম্যান হেনরি নিকোলস ও লেগস্পিনার টড অ্যাস্টলের জায়গা হয়নি। বাঁ চোখে সার্জারির কারণে নেই অভিজ্ঞ রস টেইলর।

আগামী ২৬ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ২৯ ও ৩১ ডিসেম্বর বাকি দু’টি ওয়ানডে। ওডিআই সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্টে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে টাইগাররা। কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সাকিব-তামিম-মাশরাফিরা।

নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, টম লাথাম, লুকি ফার্গুসন, জেমস নিশাম, লুক রনকি (উইকেটরক্ষক), নেইল ব্রুম, কলিন মুনরো, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, টিম সাউদি।