বাবা হলেন নির্মাতা ইভান রেহান


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০১৬, ১১:২২ PM / ১৯৯২
বাবা হলেন নির্মাতা ইভান রেহান

বাবা হলেন নির্মাতা ইভান রেহান। গত ৮ ডিসেম্বর ব্যাংকার মার কোল আলো করে আসে এক ছেলে সন্তান। নবজাতকের নাম রাখা হয় “সাফির রেহান”। মা ও ছেলে দুজনেই ভালো আছেন বলে নির্মাতা জানান। ইভান রেহান ব্যাংকার মেহরুন ইয়াসমিনের সাথে গত বছর ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

0000000

উল্লেখ্য, ইভান রেহান পরিচালক হিসেবে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে-রাইট ইন দ্য রং পয়েন্ট, অাউট অফ কন্ট্রোল, আমেরিকা টু আশুলিয়া, পথ ভুলে দেখা, এবং একটি চিঠি, দু:স্বপ্ন ও এক রাতের গল্প, দাঁড়কাক, ভালোবাসা আনলিমিটেড, বিপত্তি, ট্র্যাপ ইত্যাদি।